রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত–১০–এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান রোববার (২৭ ডিসেম্বর) এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ৯ আসামি হলেন- ঝিনাইদহের আরিফুল ইসলাম, যশোরের শফিকুল ইসলাম ও নাজমুল হোসেন, ঢাকার নবাবগঞ্জের আরিফ হোসেন, ফরিদপুরের হাসান মিয়া, আলমগীর হোসেন ও রুহুল আমিন, যাত্রাবাড়ীর ইমতিয়াজ হোসেন এবং বরিশালের সৈয়দ মিজানুর রহমান।
তাঁদের মধ্যে শফিকুল, আরিফ, হাসান, নাজমুল, রুহুল ও আলমগীর পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাকি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, প্রায় ৮ বছর আগে ২০১২ সালের ১৬ জানুয়ারি রাজধানীর দারুস সালাম থানা এলাকায় একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস থেকে ৩ হাজার ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় মামলা করে।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন মঞ্জুর মাওলা চৌধুরী।