আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

পদোন্নতি ছাড়াই ১৪০ বিচার বিভাগীয় কর্মকর্তার বিচারিক ক্ষমতা বৃদ্ধি

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে দি সিভিল কোর্টস অ্যাক্ট, ১৮৮৭ এর ৩৬ ধারার বিধান অনুযায়ী ১৩৭ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজের ক্ষমতা দিয়েছে সরকার।

একইসঙ্গে দি স্মল কজ অ্যাক্ট, ১৮৮৭ এর ক্ষমতা অর্পণসহ তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি কার্যবিধির ১৯০ (৩) ধারার ক্ষমতাবলে ধারা ১৯০ (১) এর (a), (b) ও (c) অনুসারে অপরাধ আমলে গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে।

পাশপাশি ধারা ১৬৪ ও ১৬৭ এর ক্ষমতাবলে এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসহ শিডিউল চার অনুসারে ২৬০ ধারায় বর্ণিত সংক্ষিপ্ত বিচারের (summary Trial) ক্ষমতাও অর্পণ করা হয়।

সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই ১৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার বিচারিক ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তাগণ সিনিয়র সহকারী জজ/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সকল দায়িত্বপালন ও ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে সিনিয়র সহকারী জজ/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন বলে গণ্য হবেন না।

একইসঙ্গে উক্ত পদের আর্থিক সুবিধাদিপ্রাপ্ত হবেন না ও বিচারিক কার্য ব্যতীত অন্য কোন প্রশাসনিক/দাপ্তরিক কাজে সিনিয়র সহকারী জজ/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদবিও ব্যবহার করতে পারবেন না।

তবে এসব কর্মকর্তাগণ দেওয়ানী আদালত থেকে ফৌজদারি আদালতে বা ফৌজদারি আদালত থেকে দেওয়ানী আদালতে নিয়োগ/বদলি হলে সংশ্লিষ্ট ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।