আবদুল মতিন খসরু

করোনা মুক্ত হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি

করোনাভাইরাস মুক্ত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি। ১ এপ্রিল (বৃহস্পতিবার) আবদুল মতিন খসরুর করোনার স্যাম্পল টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতির জুনিয়র ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী গোলাম রাব্বানি শরিফ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসোলেশনে রয়েছেন।