বাংলাদেশি আইনজীবী,বাংলাদেশি রুমা এখন মার্কিন অ্যাটর্নি, মার্কিন অ্যাটর্নি, অ্যাটর্নি অ্যাট ল’,

মার্কিন অ্যাটর্নি হলেন বাংলাদেশের আইনজীবী জান্নাতুল মাওয়া রুমা

বাংলাদেশি আইনজীবী জান্নাতুল মাওয়া রুমা নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হয়ে অ্যাটর্নি অ্যাট ল’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রি অর্জনকারি রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটেই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। রুমা ছাড়া মাত্র নয়জন এ যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশি ও আমেরিকানদের মধ্য থেকে।

রুমা ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে (অ্যাডভোকেটশিপ) পাস করেন। তিনি চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। পড়াশুনা করেছেন সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ ও প্রিমিয়ার ইউনিভার্সিটিতে।

রুমা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা আনোয়ারা বেগম ও মরহুম মনজুর আলম সওদাগরের ষষ্ঠ সন্তান। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক। রুমার স্বামী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রুমা তার কন্যা, স্বামী ও শাশুড়ির সঙ্গে নিউইয়র্কে থাকেন।