আব্দুল মতিন খসরু

সভাপতির শূন্যপদ পূরণে সাধারণ সভা ডেকেছে সুপ্রিম কোর্ট বার

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আগামী ৪ মে (মঙ্গলবার) সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে শূন্যপদ পূরণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা ডেকেছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস (কাজল)। ‘সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরু ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় সমিতির গঠনতন্ত্রের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির শূন্যপদ পূরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ’ শীর্ষক বিশেষ সাধারণ সভা ৪ মে মঙ্গলবার দুপুর ২টায় সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ’

চলতি বছরের ১০ ও ১১ মার্চ দেশের সর্বোচ্চ আদালতের এ আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

২০২১-২০২২ সেশনের এ নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি পদসহ আটটি পদে জয়ী হয় সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা)। অপরদিকে, সম্পাদক পদসহ বাকি ছয়টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল)।

সভাপতি পদে সাদা প্যানেলের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু নির্বাচিত হন। সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হন।

নির্বাচনের পর গত ১৫ মার্চ আবদুল মতিন খসরু করোনা টেস্ট করান। টেস্টে পজিটিভ আসার পর ১৬ মার্চ তিনি সিএমএইচে ভর্তি হন।

এর মধ্যে ১২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়।

সভার শেষ পর্যায়ে বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নবনির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরু সভায় অংশ নিতে পারেননি।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ আব্দুর রহমান বিজীয়দের নাম ঘোষণা করেন। এরপর বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর দু’দিন পর ১৪ এপ্রিল আবদুল মতিন খসরু ইন্তেকাল করেন। যার ফলে সভাপতি পদটি শূন্য হয়ে যায়।