আদালত (প্রতীকী)
ভার্চুয়াল আদালত (প্রতীকী)

ভার্চুয়াল শুনানি: বিশ কার্যদিবসে সারাদেশে ৩৭,০০০ জন হাজতী কারামুক্ত

করোনাভাইরাস মহামারির মধ্যে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১ মে (মঙ্গলবার) পর্যন্ত সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫৭৩৪ টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩১৫০ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন ।

ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, বিগত ১২ এপ্রিল দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১২ এপ্রিল হতে ১১ মে পর্যন্ত মোট ২০ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৬৮,৮৪৩ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৩৭,০০০ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে জামিনে মুক্ত হয়েছেন। এর মধ্যে উক্ত ২০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫০৭ জন।