করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনে আদালত ও মামলাসংশ্লিষ্ট সবাই ভার্চুয়ালি শতভাগ ঘরে বসেই বিচারকার্য পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দেশের বিচার বিভাগের ইতিহাসে আপিল বিভাগ এটাই প্রথমবারের মতো ঘরে বসে বিচার প্রক্রিয়ার নজির গড়লো বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (৬ জুলাই) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘আজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভার্চুয়াল পদ্ধতিতে পূর্ণাঙ্গরূপে বিচারকার্য পরিচালনা করেছেন। আপিল বিভাগের বিচারপতিরা নিজ নিজ বাসগৃহ হতে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এবং তার অফিসের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ বাড়ি থেকে শুনানিতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীরা তাদের নিজ নিজ বাসগৃহ হতে শুনানিতে সংযুক্ত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তা এবং কর্মচারীরাও নিজ নিজ বাড়ি থেকে সংযুক্ত হয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ আপিল বিভাগে ২টি ডেথ রেফারেন্স সংক্রান্ত জেল পিটিশন মামলা নিষ্পত্তি হয়েছে। বিজ্ঞ আইনজীবীরা আদালত প্রাঙ্গণে না এসে ভার্চুয়াল পদ্ধতিতে নিজ নিজ গৃহে শুনানিতে সংযুক্ত হয়েছেন। আজ সুপ্রিম কোর্টে কোনও কর্মকর্তা-কর্মচারী আসেননি। তারা প্রত্যেকে নিজ নিজ বাড়ি- থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন।’