জাতীয় শোক দিবসে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত-ট্রাইব্যুনালসমূহের বিচারক ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ পরিধানের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্যের সঙ্গে সারাদেশে পালিত হবে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত-ট্রাইব্যুনালসমূহের বিচারকগণ ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণ কালো ব্যাজ পরিধান করবেন।’