ড. আসিফ নজরুল (ফাইল ছবি)

ঢাবি আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় এজাহার দায়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য একটি এজাহার দাখিল করা হয়েছে। তবে এখনও মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। বুধবার (১৮ আগস্ট) ছাত্রলীগের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন এই মামলা দায়েরের আবেদন জানিয়েছেন।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, একটি মামলার এজাহার আমরা পেয়েছি। এটি সাইবার ক্রাইম বিভাগের কাছে পাঠানো হয়েছে। তারা যাচাই-বাছাই করে মতামত দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, তিনি তার ব্যক্তিগত আইডি দিয়ে ফেসবুক ঘেঁটে দেখতে পান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফেসবুক পেইজে ‘সুষ্ঠ নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাস রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ও দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে বলে বাদি মনে করেন।