অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের সব নাগরিকেরই ভূমিকা রয়েছে। একইভাবে আইনজীবীদেরও ভূমিকা রাখতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্লাটিনাম লাউঞ্জে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী’ সংগঠনের সুপ্রিম কোর্ট কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার (৯ নভেম্বর) তিনি এ কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুল বাহার মজুমদার।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা সেই শ্রেষ্ঠ সন্তানদের সন্তান। আমি আশা করবো আপনাদের সকল কার্যক্রম হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তারা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি শফিকুল্লাহ, সিনিয়র আইনজীবী সাইদ আহম্মেদ রাজা, একেএম ফয়েজ আহম্মেদ, শাহ মনজুরুল হক, আব্দুন নূর দুলাল, রবিউল আলম বুদু প্রমুখ।
এর আগে, গত ১০ অক্টোবর ব্যারিস্টার খুররম শাহ মুরাদকে সভাপতি এবং এম পারভেজ রানাকে সাধারণ সম্পাদক করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী সংগঠনের সুপ্রিম কোর্ট কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।