সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামীকাল বুধবার (১৭ নভেম্বর) ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সোমবার (১৫ নভেম্বর) প্রকাশিত রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল বুধবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ফুলকোর্ট সভায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ফুলকোর্ট সভা হচ্ছে বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে আদালতের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের ফুলকোর্ট সভার আলোচ্যসূচিতে সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানি আদালতসমূহের ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি ও অধস্তন দেওয়ানি আদালতসমূহের ২০২২ সালের অবকাশকালীন ছুটি সংক্রান্ত বিষয়গুলো রাখা হয়েছে।