জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রুস্তম আলীকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে তাঁকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে বুধবার (১ ডিসেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রুস্তম আলীকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।
এর আগে নানা অনিয়মের অভিযোগে গত ১০ নভেম্বর বিকেলে আইনজীবীদের বার্ষিক সাধারণ সভায় ওই বিচারকের প্রত্যাহার চাওয়া হয়। সেদিন ওই আদালতের বিচারককে ২৮ নভেম্বরের মধ্যে আদালত ত্যাগ করার আল্টিমেটাম দেওয়া হয়। বিচারক আদালত ত্যাগ না করায় গত ২৯ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য ওই আদালত বর্জন করেন আইনজীবীরা।
জয়পুরহাট জেলা আইনজীবী সূত্রে জানা গেছে, বিচারককে প্রত্যাহার করে নেওয়ায় আদালত বর্জন কর্মসূচী বাতিল করা হয়েছে। রোববার থেকে আদালতে যাবেন আইনজীবীরা।