নতুন বছর থেকে প্রতি বছর নিয়মিত এনরোলমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। এছাড়া নতুন বছরের প্রথম অর্ধেই আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম সম্পাদক অ্যাডভোকেট বদরুল হাসান কচির সাথে একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এসব কথা বলেন।
সাক্ষাৎকারে বার কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘ডিসেম্বরে হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততার সাথে নতুন আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার ডেট ঘোষণা করা হবে। এ বিষয়ে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে। তিনিও এ ব্যাপারে একমত হয়েছেন। চেষ্টা করছি আগামী বছরের প্রথম অর্ধেই যেন পরীক্ষাটি নেওয়া যায়।’
বিলম্বের কারণ ব্যাখ্যা করে অ্যাটর্নি জেনারেল ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বলেন, ‘গত পরীক্ষাটি ডিসেম্বরে নেওয়া হয়েছিল। ইচ্ছা ছিল এপ্রিলের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার। কিন্তু কতিপয় পরীক্ষার্থীর উশৃঙ্খলতার কারণে কিছু কেন্দ্রের পরীক্ষা বাতিল করতে হয়। এরপর বাতিল হওয়া কেন্দ্রের পরীক্ষা এ বছর ফেব্রুয়ারিতে পুনরায় গ্রহণ করতে হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মূলত গতবার ফলাফল প্রকাশে দেরি হয়েছে।’
এখন থেকে নিয়মিত পরীক্ষা হবে কি-না ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার থেকে প্রতিবছর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।’