চিত্র নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে পরীমনির সকল প্রকার অশ্লীল ছবি ও ভিডিও অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এ নোটিশ প্রেরণ করা হয়।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) ঠিকানায় নোটিশটি প্রেরণ করা হয়। অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটসের পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার নোটিশটি প্রেরণ করেন।
নোটিশ প্রেরণকারী আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত পরীমনির সকল প্রকার অশ্লীল ছবি ও ভিডিও অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।
পাশপাশি ভবিষ্যতে শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন সকল প্রকার অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোন উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য কন্টেন্ট প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।