বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন ৩৩ জন। আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আপীল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি নুরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান। সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া আইনজীবীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এছাড়াও সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ৮০ জনের তালিকাভুক্তির আবেদন স্থগিত রাখা রয়েছে।