শ্বাসকষ্টসহ করোনা পরবর্তী বিভিন্ন জটিলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভর্তি হন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল।
এর আগে যুক্তরাষ্ট্র অবকাশ যাপনে গিয়ে করোনায় আক্রান্ত হন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গত ১৭ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্র যান। সেখানে প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৭ জানুয়ারি তিনিও করোনা আক্রান্ত হন। এরপর তার স্ত্রীরও করোনা পজিটিভ রেজাল্ট আসে।
করোনামুক্ত হয়ে গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. শাহিনুর ইসলাম ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।