সদ্য প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ বন্ধ থাকবে।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমক কোর্টের সিনিয়র আইনজীবীদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে এ ঘোষণা দেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাননীয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অদ্য ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’
উল্লেখ্য, গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি নাজমুল আহাসান। তিনি করোনা আক্রান্ত ছিলেন।
নাজমুল আহাসান ৯ জানুয়ারি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার শপথ নেওয়ার কথা ছিল।
১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করেন। এরপর আইনপেশায় যোগ দেন।