চতুর্দশ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি)। আগামী ২০ মার্চ থেকে শুরু হয়ে ১৬ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংস্থার পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বক্ষারিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার (৩ মার্চ) বিজেএসসি -এর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
রোল নাম্বার অনুযায়ী পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানতে বিজ্ঞপ্তি দেখুন।
বিজ্ঞপ্তির তথ্য মতে, মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে কমিশন নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কমিশন সচিবালয়ে উপস্থিত হতে হবে।
এছাড়া অনিবার্য কারণে উল্লেখিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা আংশিক বা সম্পূর্ণ গ্রহণ করা সম্ভব না হলে, পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও নোটিশে বলা হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি চতুর্দশ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৬৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।
এর আগে গত বছরের ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৪তম সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ১৪তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক পরীক্ষায় ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।