পরিদর্শনকালে কুমুদিনী লাইব্রেরি ঘুরে দেখেন বিচারপতিরা। ছবি: সংগৃহীত
পরিদর্শনকালে কুমুদিনী লাইব্রেরি ঘুরে দেখেন বিচারপতিরা। ছবি: সংগৃহীত

দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে ৮ বিচারপতি

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি রুহুল কুদ্দুস, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন।

আট বিচারপতি শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। এ সময় সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক রাজীব প্রসাদ সাহা ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান।

এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ হালিম উপস্থিত ছিলেন।

পরে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতাল, নাসিং স্কুল অ্যান্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ পরিদর্শন এবং আনন্দ নিকেতনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তাঁরা।

বিকেলে তাঁরা ঢাকার উদ্দেশে কুমুদিনী কমপ্লেক্স ত্যাগ করেন বলে জানান মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন।