সুপ্রিম কোর্টের অবকাশে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে ভ্যাকেশন জজ (Vacation Judge) মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ সোমবার (৭ মার্চ) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে ভ্যাকেশন জজ (Vacation Judge) মনোনীত করেছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ২২ মার্চ এবং ২৯ মার্চ ভ্যাকেশন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।