বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ১৯ বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার আটজন এবং ১১ জন সহকারী জজ/সিনিয়র সহকারী জজ বা সমপদ মর্যাদার বিচারক রয়েছেন।
আজ বুধবার (১৬ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থলে কর্মরত থাকবেন তারা।
বদলিকৃত জেলা ও দায়রা জজদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন এবং সহকারী জজ/সিনিয়র সহকারী জজ বা সম পদমর্যাদার কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।