বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

ঈদের ছুটিতে বিচারকাজ পরিচালনায় হাইকোর্টের ৬ বেঞ্চ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে আগামী ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট ও আপীল বিভাগ) নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই সময় হাইকোর্টের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক জারিকৃত প্রধান বিচারপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অবকাশকালীন বেঞ্চ গঠন সংক্রান্ত তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনায় ছয়টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৩টি একক ও ৩টি দ্বৈত বেঞ্চ রয়েছে। আগামী ৫ মে থেকে ১২ মে পর্যন্ত এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

অবকাশকালীন বেঞ্চের বিচারিক এখতিয়ার ও বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন।