নতুন বার ভবন: বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবে যে পরামর্শ দিলেন প্রধান বিচারপতি

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নতুন ভবনে যেন বিচারপার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা রাখা হয় সে বিষয়ে সমিতির নেতৃবৃন্দের প্রতি কয়েকটি পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের কিউবিক্যাল সমস্যা নিরসনে নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি নতুন এ ভবন নির্মাণের স্থান নির্ধারণ করার জন্য সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসেছিলেন প্রধান বিচারপতি।

এসময় তিনি নতুন বার ভবনে বিচারপ্রার্থীদের বসার জন্য এক পাশে একটা কর্ণার করার পরামর্শ দেন। পাশাপাশি তাঁদের জন্য যেন পর্যাপ্ত ওয়াশরুম থাকে সেই বিষয়টিও উল্লেখ করেন। এক্ষেত্রে নারী বিচারপ্রার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রাখার বিষয়েও তাগিদ দেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল বলেন, ‘সম্প্রতি বারের জন্য নতুন ভবন নির্মাণের স্থান নির্ধারণ করার জন্য বারে আসেন মাননীয় প্রধান বিচারপতি। সবকিছু এক এক করে বুঝিয়ে দেন।’

সুন্দর আধুনিক একটা ভবন যেন হয়, সে বিষয়ে প্রধান বিচারপতির আগ্রহ এবং সীমাহীন মনোযোগ রয়েছে উল্লেখ করে আব্দুন নূর দুলাল বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতি বলেন- সেক্রেটারি, বিচারপ্রার্থীদের জন্য এক পাশে একটা কর্ণার করবেন। কত দূর থেকে আসে! কত কষ্ট! পর্যাপ্ত ওয়াশরুম যেন তাদের জন্য থাকে। মহিলা বিচারপ্রার্থীদের জন্য আলাদা ব্যবস্থা করবেন। আল্লাহর কাছে ভাল ফল পাবেন।’

সমিতির সম্পাদক বলেন, ‘একটা বিষয় সব সময় লক্ষ্য করেছি। মাননীয় প্রধান বিচারপতি যখন একটি ভবন উদ্বোধন করেন, তখন তাঁর বক্তব্যে নির্মাণ শ্রমিকদের অবদান পরম মমতায় এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আজকাল এসব কথা কম শুনি। শোষিত মানুষের কথা কেউ আর বলিনা। সুবিধা বঞ্চিত মানুষের কথা বলিনা কেউই। রাজনীতির বড়ত্ব নয়। আমাদের গ্রাস করে চলছে হীনতা। মিথ্যা দাম্ভিকতা। এর মধ্যে যদি একটুখানি মানবিকতা দেখি, তাহলে ভাল লাগে। মাননীয় প্রধান বিচারপতির কথা ভাল লেগেছে। অন্তরে লেগেছে।’

আরও পড়ুন: আইনজীবীদের কিউবিক্যাল সমস্যা নিরসনে ভবন নির্মাণের উদ্যোগ, পরিদর্শনে আসলেন প্রধান বিচারপতি