দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট ও ফৌজদারি মোশন বেঞ্চের সংখ্যা বাড়ানোর দাবিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বরাবর আবেদন করা হয়েছে।
আজ বুধবার (৮ জুন) প্রধান বিচারপতি বরাবর এ আবেদন জানানো হয়েছে বলে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সম্পাদক বলেন, পূর্বে ১২টি ক্রিমিনাল মোশন বেঞ্চের স্থলে বর্তমানে মাত্র ৭টি ক্রিমিনাল বেঞ্চ রয়েছে। পবিত্র ঈদুল আযহা সমাগত, কোন কোর্টে ক্রিমিনাল মোশন ও রিট মোশন জমা দেওয়া যাচ্ছে না।
এই অবস্থায় আগামী রোববার (১২ জুন) থেকে কমপক্ষে ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চ ও ৮টি রিট মোশন বেঞ্চ গঠন করার জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানান অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন।