এডভোকেট শ্রীকান্ত দেবনাথ: ফেনীর নবাগত জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে সংবর্ধনা দিয়ে বরণ করে নিলো আইনজীবীরা।
আজ বুধবার (২২ জুন) জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সিনিয়র আইনজীবীগণ।
এসময় আদালতের সকল বিচারকসহ আইনজীবী সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান এর আগেও ফেনীতে বিচারক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি বিশেষ জজ আদালত ঢাকা -২ এ বিশেষ জজ হিসেবে কর্মরত ছিলেন।
বিচারক রুহুল ইমরান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালে সহকারী জজ হিসেবে কর্ম জীবন শুরু করেন।