সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদ্য সমাপ্ত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়া সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) কে ‘রাজার মতো কাজ’ করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গত সোমবার (২০ জুন) তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, এবার বার কাউন্সিল নির্বাচনে আমরা ১৪ পদের ১০টিতে জয়লাভ করেছি। এখানে আমাদের বাদল স্যার (মোখলেছুর রহমান বাদল), বুদু ভাই (রবিউল আলম বুদু) এবং আছেন আমাদের প্রিয় রাজা। রাজাদেরকে রাজার মতোই কাজ করতে হবে। যাতে করে আগামী বার আমরা সকল পদে বিজয়ী হতে পারি।
বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, নবীন আইনজীবীদের জন্য অবশ্যই ট্রেনিংয়ের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি নতুন আইনজীবীরা যেন সমিতিতে বসার জায়গা পায় সে বিষয়টিতেও নজর দিতে তাগিদ দিয়েছেন তিনি।
বার কাউন্সিলকে আরো আইনজীবীবান্ধব করতে হবে উল্লেখ করে ব্যারিস্টার মেহেদী বলেন, বার কাউন্সিলকে আরো ফ্রেন্ডলি করতে হবে, বার কাউন্সিলে কোনো আইনজীবী যেন ব্যুরোক্রেটিক অ্যাপ্রোচের শিকার না হয়।
উল্লেখিত বিষয়গুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, যেহেতু আমাদের প্রিয় রাজা (সর্বোচ্চ ভোটে নির্বাচিত সদস্য মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা) এসেছেন, রাজা প্রমাণ করেছে সে আমাদের ছোট ভাই হলেও ভোটের রাজা। এখন আমরা চাইবো রাজা যাতে আমাদের কাজেরও রাজা হয়।
ল্যাব সভাপতি অ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দীন ফয়সলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের আইন সম্পাদক ও ল্যাব উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু।
এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তৃতা করেন- বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট মো. রবিউল আলম (বুদু), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হক, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, ল্যাব সাধারণ সম্পাদক সহকারী আ্যার্টনী জেনারেল শরিফুজ্জামান মজুমদার সংগ্রাম প্রমুখ।
এছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ল্যাব উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, বার কাউন্সিলের সদস্য মোখলেছুর রহমান বাদল, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নুর দুলাল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান মন্টু।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- সহকারী আ্যর্টনী জেনারেল মো. শামীম খান ও অ্যাডভোকেট ফিরোজুল ইসলাম (ফিরোজ)।