বিচারপতি কৃষ্ণা দেবনাথ
বিচারপতি কৃষ্ণা দেবনাথ। ছবি: সংগৃহীত

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি কৃষ্ণা দেবনাথ

আসন্ন ঈদুল আযহা, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে অবকাশকালীন চেম্বার জজ হিসেবে দায়িত্বপালন করবেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

আজ রোববার (২৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি কৃষ্ণা দেবনাথকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি কৃষ্ণা দেবনাথ আগামী ৫, ৬, ১৩ এবং ১৮ জুলাই ভ্যাকেশন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এর আগে অবকাশকালে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের জন্য ৯টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। অবকাশকালীন ৯টি বেঞ্চের মধ্যে ৬টি দ্বৈত ও ৩টি একক বেঞ্চ রয়েছে।

প্রসঙ্গত, অবকাশে সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য প্রতিবারই অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।