আদালতের আদেশ সত্ত্বেও পিরোজপুরের মঠবাড়িয়ার অ্যাডভোকেট মো. শাহজাদার মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদন নিষ্পত্তি না করায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান ও মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ আগস্ট তাদের হাজির হয়ে আদালতের আদেশ পালন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক আবেদন শুনানিতে বুধবার (২০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২২ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্তিসহ গেজেটে নাম প্রকাশের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান ও মহাপরিচালকের কাছে আবেদন করেন মো. শাহজাদা।
ওই আবেদনে শাহজাদা বলেন, ‘আমি ৯ নম্বর সেক্টরের অধীনে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি ১৯৭১ ইং সনে এস.এস.সি পরীক্ষার্থী ছিলাম। পাক সেনাদের আমলে এস.এস.সি পরীক্ষায় অংশ না নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা চার ভাইয়ের মধ্যে তিন ভাই মুক্তিযোদ্ধা। অন্য ভাই ছোট থাকার কারণে যুদ্ধে অংশ নিতে পারেনি।’
‘উল্লেখ্য যে, আমার চাচাত ভাইয়ের বড় ছেলে ক্যাপ্টেন পরবর্তীতে (মেজর) মেহেদী আলী ইমাম ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার। তার অধীনে আমি যুদ্ধে অংশ নিয়েছি। আমার ১) সাব-সেক্টর কমান্ডার এর অধীনে যুদ্ধ করার মূল সনদপত্র, ২) সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী সাহেবের দেওয়া স্বাধীনতা সংগ্রামের সনদপত্রের মূল কপি, ৩) ন্যাশনাল মিলিশিয়া স্কিমের অধীন অস্ত্র জমা দেওয়ার মূল সনদপত্র, ৪) ন্যাশনাল মিলেশিয়া ক্যাম্প থেকে প্রাপ্ত মুভমেন্ট অর্ডারের মূল কপি ৫) পিরোজপুর সাব-ডিভিশনাল অফিস থেকে রিলিজ সার্টিফিকেটের মূল কপি, ৬) সরকার নির্ধারিত ২০০৪ সালে যাচাই বাছাইতে অংশগ্রহণ করি এবং প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হওয়ার ফটোকপি জমা দিয়েছি।’
‘আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি গেজেটে আমার নাম প্রকাশ হয়নি। তারপর বর্তমান সরকার আবারও প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইর জন্য অনলাইনে আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করলে আমি উপরে উল্লেখিত কাগজপত্র ও ডকুমেন্টসহ আবেদন করি।’
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তার এ আবেদন নিষ্পত্তি না করায় গত বছরের ১৯ জুলাই হাইকোর্টে রিট করেন মো.শাহজাদা। রিটের শুনানি নিয়ে আদালত এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা হিসাবে মো. শাহজাদার তালিকাভুক্তির আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশের কয়েকমাস পেরিয়ে গেলেও শাহজাদার আবেদন নিষ্পত্তি না করায় গত ৩০ মে জামুকার চেয়ারম্যান ও মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।
আদালত অবমাননার রুলের পরও মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্তির মো. শাহজাদার আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্ট বুধবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান ও মহাপরিচালককে তলব করেন।