নরসিংদীর আইন অঙ্গনকে টাউট-দালাল মুক্ত করতে ২০ সদস্যদের কমিটি
নরসিংদী জেলা আইনজীবী সমিতি

নরসিংদীর আইন অঙ্গনকে টাউট-দালাল মুক্ত করতে ২০ সদস্যের কমিটি

নরসিংদী জেলার আইন অঙ্গনকে টাউট-দালাল মুক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাইন উদ্দিন অপুকে আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট টাউট-দালাল নির্মূল কমিটি গঠন করেছে জেলা আইনজীবী সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২০ জুলাই) এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নরসিংদী জেলার আইন অঙ্গনকে টাউট-দালাল মুক্তকরণ কল্পে সমিতির কার্যনির্বাহী সংসদ-২০২২ -এর স-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাইন উদ্দিন অপুকে আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট টাউট-দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট মো. ফারুক মিয়া, শেখ মোহাম্মদ সাইফুল্লাহ, সবিতা রায়, মোহাম্মদ রফিকুল ইসলাম, বি. এম মোতালিব জসিম, সুব্রত সাহা, মো. সফিউল্লাহ সাইফ, আবদুল মজিদ শিকদার, মো. বায়েজিদ বোস্তামী (বাবুল), মো. আনিসুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জহিরুল হক (জুয়েল), মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঞা, সিফাত হাসান ভূঞা (রনি), শহিদুল ইসলাম রনি, মো. শেখ শাখিল, মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন, কোরাইশ সরকার এবং মোহাম্মদ আহসান উল্লাহ।