বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২১ আগস্ট) সকাল ৯টায় সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশপথের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।
এর আগে গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন আইনজীবীরা।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়।
সেদিন শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হন, ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। নিহত হন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী। আর আহত হন ৫০০ জন। নারকীয় সেই গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী আজ।