পঞ্চদশ সহকারী জজ নিয়োগের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় বিশেষ পরিদর্শক হিসেবে ১০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে দুজন বিশেষ পরিদর্শক পরীক্ষা চলাকালে সংঘটিত অপরাধসমূহ ফৌজদারি কার্যবিধির ১৯০(১) ধারার অধীন আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।
আজ বুধবার (২৪ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-১) এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৭ আগস্ট থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ তথা পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিয়মিত পরিদর্শকদের পাশাপাশি এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে বিশেষ পরিদর্শক হিসেবে নিয়োগ করা হয়েছে।