ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৭ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের ওই আদেশ পালন না করায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ সংশ্লিষ্টদের আদালত অবমাননার নোটিশ প্রেরণ করা হয়েছে।
হাইকোর্টে রিটকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শহিদুল্লাহ সংশ্লিষ্টদের আদালত অবমাননার নোটিশ প্রেরণ করেছেন বলে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম-কে তিনি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি বছরের গত ২৩ জুলাই নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সেই মোতাবেক সকল প্রস্তুতি চূড়ান্ত ছিলো।
তবে নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভুল সংশোধনী চেয়ে নির্বাচনের তিন দিন আগে ২০ এক সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী কাকুলী আক্তারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু নির্বাচন স্থগিত করেন।
পরবর্তীতে নির্বাচন স্থগিতের আদেশ বাতিল চেয়ে গত ২৪ জুলাই সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মোছাঃ ইয়াছমিন আক্তার গং হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, নগরকান্দার ইউএনও, চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়।
ওই আবেদন শুনানি নিয়ে আদালত নির্বাচন স্থগিত সংক্রান্ত আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে এডহক কমিটিকে ৭ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন।
গত ৪ আগস্ট বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এসব আদেশ দেন। সেইসাথে আদালত এ বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ সাইফুল্লাহ এবং শিমুল পারভীন।
হাইকোর্টের আদেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য রিটকারী পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা করা হয়নি। এই অবস্থায় আদালতের আদেশ উপেক্ষা ও বাস্তবায়নে গড়িমসি করায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ রিট আবেদনের সকল বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ প্রেরণ করা হয়।