আইনজীবীকে থানায় প্রবেশে নিষেধ করার কারণ জানতে চেয়ে রাজধানীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউমকে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট জয়নাল আবেদীন পলাশ সোমবার (১২ সেপ্টেম্বর) ওসি আবদুল কাইউমকে এ নোটিশ পাঠান। এছাড়াও পুলিশের মহাপরিদর্শক, ডিএমপির লালবাগ ডিভিশনের ডি.সি চকবাজার জোনের এ.সি বরাবর নোটিশের অনুলিপি প্রেরণ করা হয়।
নোটিশে বলা হয়, আইনজীবী জয়নাল আবেদীন পলাশ তাঁর এক আত্মীয়ের পারিবারিক সমস্যার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চকবাজার থানার পাশে সহকারী কমিশনার জাইন উদ্দিন মো. রিয়াদের কক্ষে অবস্থান করছিলেন।
আত্মীয়র অনুরোধে তাঁদের সাথে অবস্থানকালে ওসি আবদুল কাইউম সহকারী কমিশনারের কক্ষে এসে জানতে চান এখানে অ্যাডভোকেট কে আছে। জবাবে পলাশ পরিচয় দেন যে তিনি অ্যাডভোকেট।
এসময় ওসি আবদুল কাইউম ক্ষিপ্ত হয়ে উপস্থিত সকলের সামনে অপমানজনকভাবে আইনজীবী পলাশের উদ্দেশে বলেন, আপনি অ্যাডভোকেট থানায় (এখানে) এসেছেন কেন? আপনি এখানে আসতে পারেন না।
ওসি আরো বলেন, আইনজীবী থানায় আসা অপরাধ, বার কাউন্সিলের নিষেধ আছে, এখানে আসার নিয়ম নাই আইনজীবীদের।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী কেন থানায় আসতে পারবেন না, এবং বার কাউন্সিল অর্ডার এন্ড রলস এর কোন বিধির, কোথায় নিষেধ আছে, তাছাড়া বার কাউন্সিল থেকে ওসি আবদুল কাইউমের প্রতি কোন ধরণের নির্দেশ থাকলে এবং দেশের প্রচলিত আইনের কোন ধারা, উপধারা, বিধি বলে একজন অ্যাডভোকেট থানায় আসতে পারবে না, তা ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী জয়নাল আবেদীন পলাশ নিজেই ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে রেফারেন্সসহ লিখিত জবাব দিতে বলেছি।
অন্যথায় পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে আইনের অপব্যাখ্যা প্রদান এবং ইচ্ছাকৃতভাবে অ্যাডভোকেটকে অপমান করার কারণে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নোটিশ প্রেরণকারী আইনজীবী।