সিলেটের আদালত চত্বর থেকে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরির ঘটনায় অবশেষে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় আড়াই মাস পর ২ চোরকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করে। এদিন বিকেলে তাদেরকে আদালতে তোলা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান বলেন, ‘বিচারকের গরু চুরির ঘটনায় গ্রেফতারদের আদালতে হাজিরের পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। এর আগে গরু চুরির ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলা আমরা গভীরভাবে তদন্ত করি। এরই সূত্রধরে দুজনকে গ্রেফতার করি।’
প্রসঙ্গত, গত ১০ জুলাই ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরি হয়। এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় গরু চুরির মামলা করেন।