আইনজীবীরা পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করলে দেশের সাধারণ মানুষ যেমন ন্যায় বিচার পাবে তেমনি বিচার বিভাগের প্রতি সাধারণ জনগণের আস্থা এবং গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হাসান এ কথা বলেন। সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনজীবীদের উদ্দেশে বিচারপতি রেজাউল হাসান বলেন, আপনারা যদি আপনাদের পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন তাহলে দেশের সাধারণ মানুষ যেমন ন্যায় বিচার পাবে তেমনি বিচার বিভাগের প্রতি সাধারণ জনগণের আস্থা এবং গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে। সর্বোপরি দেশের মানুষের মাঝে অপরাধ প্রবণতা কমে যাবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আকবর আলী শেখ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা সহ ফরিদপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্য বৃন্দ।
এ সময় ফরিদপুর আইনজীবী সমিতির সদস্যরা তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন এবং বিচারপতির কাছে তা নিরসনের দাবি জানান। এপ্রেক্ষিতে বিচারপতি রেজাউল হাসান সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।