৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিচারক (প্রতীকী ছবি)

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন অধস্তন আদালতের ৫০ জন বিচারক

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন অধস্তন আদালতের ৫০ জন বিচারক। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়া সই করা স্মারকের তথ্য অনুযায়ী, আগামী ১৭-২১ অক্টোবর ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং ২৩-২৭ অক্টোবর তামিল নাড়ুর স্টেট জুডিসিয়াল একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অনুমতিপ্রাপ্ত ৫০ বিচারকের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।

প্রশিক্ষণের যাবতীয় খরচ ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই। অনুমতিপ্রাপ্ত বিচারকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বলা হয়েছে।