আজকের নবীন আইনজীবীরাই একদিন আইনপেশার বটবৃক্ষ হবে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের দিন ব্যাপী কর্মশালা

আজকের নবীন আইনজীবীরাই একদিন আইনপেশার বটবৃক্ষ হবে

শিক্ষানবিশদেরকে সিনিয়রদের সকল কর্মকান্ড অনুসরণ ও অনুকরণ করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যারা নবীন আইনজীবী তারাই একদিন আইনপেশার বটবৃক্ষ হবেন।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের দিন ব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

কর্মশালায় সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ.এস.এম. বদরুল আনোয়ার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান রিটু।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ের আইন বিভাগের অধ্যাপক এ.বি.এম. আবু নোমান, সমিতির সাবেক সভাপতি যতাক্রমে রেজাউল করিম চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী, মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, সমিতির সিনিয়র আইনজীবী এ.কে.এম. শামসুল ইসলাম কালাম, এস.এম. শওকত হোসেন।

কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ্, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ উদ্দীন হায়দার, অর্থ সম্পাদক এম. সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী (রিমু), পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা নুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেজবাহ উদ্দিন (দোয়েল), নির্বাহী সদস্য যথাক্রমে এ.এন.এম. রোকনুজ্জামান (মুন্না), মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, মো. আবদুল্লাহ-আল-মামুন, আইনুল কামাল, শ্যামল চৌধুরী, সেলিনা আক্তারসহ প্রায় ৪০০জন শিক্ষানবীশ আইনজীবী।

কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণ শিক্ষানবীশ আইনজীবী আগামী দিনের পরিপূর্ণ আইনজীবী। নবাগতরা আমাদের পূর্বসূরীদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষনের ধারক ও বাহক হবেন। আজকের প্রশিক্ষনার্থী সকল শিক্ষানবিশদেরকে সিনিয়রদের সকল কর্মকান্ড অনুসরন ও অনুকরন করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যারা নবীন আইনজীবী তারাই একদিন এই আইনপেশার বটবৃক্ষ হবেন।

মানবিক মূল্যবোধ ও মহত্ত্বের দিক থেকেও আইনজীবীরা শ্রেষ্ঠ উল্লেখ করে বক্তারা আরো বলেন, আপনারা আজ যারা কর্মশালায় অংশগ্রহণ করছেন ভবিষ্যতে আপনারাও বিজ্ঞ আইনজীবী হয়ে এ পেশার মান মর্যাদা সমুন্নত রাখবেন বলে আমরা আশা করি। শিক্ষার কোন সময় নাই এবং প্রশিক্ষনের কোনো বিকল্প নাই। এ পেশায় কল্যানমূলক কর্মকান্ড করার অনেক সুযোগ রয়েছে। আপনাদেরকে সেই পথ ধরেই বিচারপ্রার্থী জনগোষ্ঠীর সেবায় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

কর্মশালার শুরুতেই কোরআন তিলাওয়াত করেন সমিতির নির্বাহী সদস্য আইনুল কামাল, গীতা পাঠ করেন সমিতির সদস্য সুমন কান্তি সুশীল। কর্মশালা শেষে শিক্ষানবিশদের শিক্ষা সামগ্রী এবং আই.ডি কার্ড প্রদান করা হয়।