মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার জেলা ও দায়রা আদালত আইনজীবীদের বর্জন সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় বুধবার (৩০ নভেম্বর) স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত শনিবার (২৬ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালত রোববার থেকে অনির্দিষ্ঠকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার থেকে একটানা তিনি দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত আইনজীবীরা বর্জন করেছে।
আইনজীবীদের সম্পর্কে জেলা ও দায়রা জজের কুরুচিপূর্ণ মন্তব্য, বেশ ক’জন আইনজীবীর সাথে দুর্ব্যবহার, অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে আইনজীবী সমিতির কর্মকর্তারা জানান। আইনজীবীদের দাবি দাওয়া বাস্তবায়নে সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে আগামী ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।