মাদক মামলায় এক বিদেশি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌসের আদালত এ আদেশ দেন।
দণ্ডিত আসামির নাম জেইমি বার্ডলেস গোমেজ। তিনি দক্ষিণ আমেরিকার দেশ পেরুর নাগরিক বলে জানা গেছে। মামলার খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন বাংলাদেশী নাগরিক মো. আব্দুস সালাম ও সালাহউদ্দিন।
রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ. এফ.এম রিজাউর রহমান রুমেল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি দুই হাজার তিনশ গ্রাম কোকেনসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে আটক করে পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
একই বছরের ১৫ ডিসেম্বর তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেন।
২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। অবশেষে আজ রায় ঘোষণা করলেন আদালত।