এস.কে.এম. তোফায়েল হাসান
এস.কে.এম. তোফায়েল হাসান

হাইকোর্টের রেজিস্ট্রার হলেন জেলা ও দায়রা জজ তোফায়েল হাসান

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। তিনিই প্রথম ব্যক্তি যাকে এই পদে নিয়োগ দেওয়া হলো। বুধবার (৮ ফেব্রুয়ারি) তাঁর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ করেছেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, হাইকোর্ট বিভাগে রেজিস্ট্রার (বিচার) পদে আগে কেউ ছিলেন না। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসান হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হিসেবে প্রথম নিয়োগ পেলেন।

এর আগে গত বছর এপ্রিলে তোফায়েল হাসানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়। তখন তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্বপালন করছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপন গত ৩ এপ্রিল জারি করা হয়।

প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এস.কে.এম. তোফায়েল হাসানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হয়।