গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কারাগারে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন থেকে নতুন অথবা পুরোনো যেকোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮ এপ্রিল মঙ্গলবার অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা সাংবাদিকদের জানান।

একনেক সভায় ২৪০ কোটি টাকার ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিটি নতুন অথবা পুরোনো কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না। খরচও বাড়বে না।