নওগাঁ জেলার চলতি বছরের প্রথম ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ মে) সকাল নয়টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আঃ রশিদ, অ্যাডভোকেট আবু মুসা, অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেনসহ সর্বস্তরের বিচারকবৃন্দ, সিভিল সার্জন, গণপূর্ত, জেলা ম্যাজিস্ট্রেট, বিজিবি, জেলা কারাগার এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও সরকারী কৌশলীবৃন্দ।
আরও পড়ুন : নওগাঁয় পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস
সভায় বক্তারা দ্রুত মামলা নিষ্পত্তি ও তার অন্তরায় নিয়ে আলোকপাত করেন। উপস্থিত সদস্যবৃন্দ নওগাঁ জেলায় মামলা নিষ্পত্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিচার প্রক্রিয়ায় যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।