বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের ১ম বর্ষের ছাত্রবৃন্দ আদালত পরিদর্শন করেছেন। বিইউপি আইন সমিতির উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ বিন নাসেরের নেতৃত্বে ও তত্ত্বাবধানে গতকাল গত ১৩ জুন সকাল ১১টায় শিক্ষার্থীরা সুপ্রীম কোর্ট পরিদর্শন করেন।
এসময় শিক্ষার্থীরা সুপ্রীম কোর্ট জাদুঘর পরিদর্শন করেন এবং এজলাস কক্ষে বসে বিচারকাজ দেখেন। পরে তাঁরা যোহরের সালাত শেষে চা-চক্রে অংশ নেন এবং দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
এ কর্মসূচীতে ১ম বর্ষের ২০ জন ছাত্র অংশগ্রহণ করেন। আইন পাঠ নিয়ে ভবিষ্যতে ব্যবহারিক জীবনে জ্ঞানের প্রয়োগ ঘটাতে এ ধরণের সফরকে সাধুবাদ জানিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবীবৃন্দ।
শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এম কে রহমান বিশ্ববিদ্যালয়গুলোর পৃষ্ঠপোষকতায় আদালত পরিদর্শন, মক ট্রায়ালের মতো বিষয়কে একাডেমিক কারিক্যুলামে অন্তর্ভুক্ত করার ব্যাপারে মতামত প্রকাশ করেন।
সুপ্রীম কোর্ট থেকে বেলা ৩টার দিকে শিক্ষার্থীবৃন্দ বিআস সাধারণ সম্পাদক জায়েদ বিন নাসের এর সাথে পুরান ঢাকায় অবস্থিত ঢাকা আদালত পরিদর্শনে যান। এসময় তাঁরা সিএমএম, সিজেএম কোর্ট প্রত্যক্ষ করেন।
পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতি ভবন, মহানগর দায়রা জজ আদালতে বিচারকাজ ঘুরে দেখেন।
শিক্ষার্থীদের নিয়ে আদালত পরিদর্শন করানোর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ বিন নাসের জানান, আইন জগতে প্রাতিষ্ঠানিকভাবে মাত্র একটি বছর কাটানো শিক্ষার্থীদের আইন-আদালত নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসা এবং কৌতূহল তাঁকে দারুণভাবে আলোড়িত করেছে।
সফরটি সফলভাবে শেষ হওয়ায় সফরে অংশগ্রহণ করা প্রতিজন শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তিনি।
আদালত পরিদর্শন শেষে ছাত্ররা পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং ঘুরে দেখেন এবং দুপুরের ভোজে অংশ নেন। বিইউপির আইন বিভাগের ১ম বর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীবৃন্দ আদালত পরিদর্শনের ব্যাপারে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
১ম বর্ষের শিক্ষার্থী প্রতিনিধি ইলিয়াস হেসেন রাহাত জানান, আদালত পরিদর্শন কর্মসূচী তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। আইনে ১ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে বাস্তবে কোর্ট পরিদর্শন শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রেরণা যোগাতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
এ ধরণের সফর বেশীরভাগ শিক্ষার্থীর জন্যই নতুন এক অভিজ্ঞতা বলে জানান ১ম বর্ষের শিক্ষার্থী হাসিব বিন হাসান। হাসিব আরও জানান, এ সফরে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী নতুন করে ভাবার সুযোগ পাবেন এবং নিজ লক্ষ্য স্থির করার ব্যাপারে এ সফর বিশেষ গুরুত্ব বহন করবে।
আইন পড়ার ব্যাপারে যাদের বিশেষ আগ্রহ ছিল না তারা নতুন করে এ ব্যাপারে চিন্তা করবেন বলে মনে করেন সফরে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী। আইনের শিক্ষার্থী দীপু সফরটিকে ফলপ্রসূ বলে মত দিয়ে আদালত পরিদর্শন করার সুযোগ পেয়ে বিআস সাধারণ সম্পাদক জায়েদ বিন নাসের এর প্রতি কৃতজ্ঞতা জানান।
আইন জগতের বাস্তব জীবনে প্রবেশ করার ক্ষেত্রে আদালত পরিদর্শন কর্মসূচী ভাবনার খোরাক যোগাবে বলে মনে করেন আরেক শিক্ষার্থী আহমেদ কামাল।
আইনের শিক্ষার্থী আরিফুর রহমান সফরটিকে ফলপ্রসূ বলে মনে করেন। তিনি জানান, এ সফর নিজেদের ভিতরের বন্ধনকে যেমনভাবে দৃঢ় করেছে ঠিক একইভাবে বাস্তব জ্ঞান লাভেও বিশেষ ভূমিকা রেখেছে।