কারা অধিদফতর জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতের দুই ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৬৯ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ চলবে ১১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত।
১. পদের নাম: কারারক্ষী
পদসংখ্যা: ৩৫৫
গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ন্যূনতম শারীরিক যোগ্যতায় উচ্চতা ১.৬৭ মিটার, বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি। অবিবাহিত হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
২. পদের নাম: মহিলা কারারক্ষী
পদসংখ্যা: ১৪
গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ন্যূনতম শারীরিক যোগ্যতায় উচ্চতা ১.৫৭ মিটার, বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি। অবিবাহিত হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বয়সসীমা: ৩০ জুন ২০২৩ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। কেটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।