বিচারপতিদের ‘মাই লর্ড’ বলতে বারণ করেছেন একটি হাইকোর্ট বেঞ্চ

বিচারপতিদের ‘মাই লর্ড’ বলতে বারণ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ

মামলার শুনানির সময় হাইকোর্টের একটি বেঞ্চের সংশ্লিষ্ট বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ বলতে বারণ করা হয়েছে। পরে এ বিষয়ে আদালত কক্ষের বাইরে একটি বিজ্ঞপ্তিও টাঙিয়ে দেওয়া হয়।

‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে।’

আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক শুনানিতে অংশ নেওয়া আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে।’

একই সঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে আদালত কক্ষের বাইরে এ সংক্রান্ত নোটিশ টানাতে নির্দেশ দেন। পরে এজলাসের বাইরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনবকশিশ দেওয়া-নেওয়া নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করল হাইকোর্টের একটি বেঞ্চ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘অত্র বেঞ্চে (বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের ‘মাই লর্ড’-এর স্থলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশ প্রদান করা হলো।’’