সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা, কারাগারে নারী
নারী কারাগারে (প্রতীকী ছবি)

দুদকের মামলায় সাবেক সাব রেজিস্ট্রার কারাগারে

সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ

সিলেটে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সাব রেজিস্ট্রার পারভীন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক একিউএম নাছির উদ্দিন সোমবার (১৬ অক্টোবর) শুনানি শেষে এ আদেশ দেন।

একই মামলার ২২ জন আসামির মধ্যে বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।

দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার মামলায় সোমবার আদালতে উপস্থিত হয়ে সাবেক সাব রেজিস্ট্রার পারভীন আক্তার আত্মসমর্পণ করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ওই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্র জানায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী ২২ জনকে আসামি করে একটি মামলা করেন।

সিলেটের মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে করা মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে কোম্পানির জায়গা ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ভুয়া নামজারির মাধ্যমে একই দিনে নিয়মবহির্ভূতভাবে ১২টি দলিলে বিক্রি করেন। এতে সরকার ১ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

মামলার বাদী ঘটনাটি দুদকের মাধ্যমে তদন্ত করানোর জন্য অনুরোধ জানান। পরবর্তীতে দুদক তদন্ত করে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।