ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের নির্বাসিত কন্যাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বাগদাদের একটি আদালত। রাঘাদ সাদ্দাম তাঁর বাবার নিষিদ্ধ বাথ পার্টির পক্ষে প্রচার চালানোর জন্য এই সাজা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় গত রবিবার (২২ অক্টোবর) রাঘাদ সাদ্দামের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।
রায়ে বলা হয়েছে, ২০২১ সালে টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচারের অপরাধে রাঘাদ সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ইরাকে কেউ যদি ক্ষমতাচ্যুত সরকারের প্রচারের ছবি বা স্লোগান দেয় তবে তারা বিচারের মুখোমুখি হতে পারে। রায়ে ঠিক কোন সাক্ষাৎকারের জন্য রাঘাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা বলা হয়নি।
কিন্তু ২০২১ সালে রাঘাদ সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তাঁর বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন।
রাঘাদ হোসেন বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় এবং কুসে ২০০৩ সালে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসি দেওয়া হয়।
ইরাক সরকার ২০১৮ সাল থেকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রেখেছে রাঘাদ সাদ্দাম হোসেনকে।
খবর আল-আরাবিয়ার।