২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি-পুলিশের সংঘর্ষের সময় প্রধান বিচারপতি বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় তারা। গণমাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
আরও পড়ুন: নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন
বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি এ. এইচ. এম. হাবিবুর রহমান ভুঁইয়া জানান, বিচার বিভাগের অভিভাবক বাংলাদেশের প্রধান বিচারপতির সরকারি বাসভবনে কতিপয় সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা ভাঙচুর করায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।