সুপ্রিম কোর্টে ‘লিভার বিষয়ক সচেতনতামূলক আয়োজন’ অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে ‘লিভার বিষয়ক সচেতনতামূলক আয়োজন’ অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে ‘লিভার বিষয়ক সচেতনতামূলক আয়োজন’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার, বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ সুপ্রীম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান আরো হওয়া দরকার উল্লেখ করে প্রধান বিচারপতি আয়োজকবর্গ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুপ্রিম কোর্টে ‘লিভার বিষয়ক সচেতনতামূলক আয়োজন’ অনুষ্ঠিত

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এবাদুল করিম এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নিল), বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।