উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে।
আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য মতে, বার কাউন্সিলের পরবর্তী হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইট লিংকে (www.bar.teletalk.com.bd) আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী পুরোনো যে সকল প্রার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর অতিক্রান্ত (অর্থাৎ, যেসব প্রার্থীর পিউপিলেজ কন্ট্র্যাক্ট ডেট ০২-০৩-২০১৯ তারিখের পূর্বে) হয়েছে তাদেরকে সত্ত্বর বার কাউন্সিলের অনলাইন রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণের বিস্তারিত ও পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ এই সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।